স্বামী ও স্ত্রী - ONLINE MARKET ALL
SUBTOTAL:

Follow Us

     স্বামী  ও স্ত্রী

স্বামী ও স্ত্রী


Product Description

                                   
                                                                    স্বামী  ও স্ত্রী 
     
              পুতুলবিয়ের দিন গুলো ঃ যখন খুব ছোট্ট ছিলাম তখন মা খালারা শখ করে টুকরো কাপড় তুলা, নারকেলের শলা এগুলো দিয়ে পুতুল বানিয়ে দিত।তাই নিয়ে আমাদের শৈশবের উচ্ছ্বাস আনন্দের কমতি ছিলোনা। কার পুতুল কত সুন্দর তাই নিয়ে আমাদের বাল্যসখীদের মধ্যে চলতো প্রতিযোগিতা। কে কার পুতুল কে কত সুন্দর করে সাজাতে পারে, কার পুতুল বাড়ি কতটা সাজানো গোছানো, হ্যা সে সময় তো পুতুলের আলাদা ঘর সংসারই ছিলো। কি ছিলোনা সেই সংসারে!!!  রেডিও টিভি থেকে শুরু করে খাট বিছানা, সোফা সেট আরো কত কি!! আর পুতুল বিয়ে?  সে তো মহা হুলস্থুল কান্ড! এক বান্ধবীর মেয়ের সঙ্গে আরেক সইয়ের ছেলের বিয়ে,সে কি মহা ধুমধামে!  পুতুল বিয়ে সেই সাথে চড়ুইভাতির আয়োজন। সেই সব দিন এখন আর নেই।
 তাই কারুনিক বাজারে এনেছে কাপড়ের তৈরী খেলার জোড়া পুতুলের সেট ।  এই জোড়া পুতুলের সেট কে ছোট  খুকীরা তাদের ইচ্ছেমতো  সাজানো, কাপড় পরানো, বউ সাজানো, সবকিছু করতে পারবে যেমনটা আমরা শৈশবে পেয়েছি। ফিরে আসুক সেই হারানো স্বর্ণালী সময়।
                          

   
    আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব, 
                                               কারুনিক হস্তশিল্প।

0 Reviews:

Post Your Review